শ্রমজীবী মানুষদের আপতকালীন সহযোগিতা
বর্তমানে বাংলাদেশে শ্রমের বাজার বলতে গেলে ভালোই। একজন শ্রমজীবী মানুষ কাজ করে অন্ততঃ দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে পারে। তবে দিন এনে দিনে খাওয়া লোকদের সঞ্চয় তেমন একটা থাকে না। তাই তাদের জীবনে হঠাৎ কোনো রোগ-ব্যাধী বা দূর্ঘটনা হানা দিলে পুরো পরিবারটাই তছনছ হয়ে যায়। এই সময়টাতে তাদের ব্যাকআপ দেয়াটা মানবতার দাবি। মায়ের মমতা কল্যাণ সংস্থা এই কাজটিই করার চেষ্টা করছে।