সংস্থা পরিচিতি ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান।
নিবন্ধন নং- ম ০২০৫১
যে ভাবে সংস্থার জন্ম ও বেড়ে ওঠা
সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মোঃ ফজলুল হক’র মাতা মরহুমা ফাতেমা বেগমের পারলৌকিক কল্যাণ ও স্মৃতিকে ধারণ করে রাখতে ২০০৫সালে পারিবারিকভাবে ‘ফাতেমা ফাউন্ডেশন’ গঠন করা হয়। খুবই সীমিত পর্যায়ে সংগঠনটি দীর্ঘ দশ বছর আর্ত-মানবতার সেবায় ভ‚মিকা রেখে চলে। দীর্ঘ দশ বছরের নিরবচ্ছিন্ন অভিযাত্রায় সংগঠনটি আশপাশের অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। অনেকেই অনুদান দিতে আগ্রহ দেখান। এরই ধারবাহিকতায় বৃহত্তর পরিসরে আর্ত-মানবতার সেবার ব্রতকে সামনে রেখে ২০১৬ সালে পৃথিবীর সকল মা’দের নামে উৎসর্গ করে সংগঠনটির নতুন নামকরণ করা হয় ‘ মায়ের মমতা কল্যাণ সংস্থা’। অনেক চড়াই-উৎড়াই পার করে সংস্থাটি ১৬ এপ্রিল ২০১৮খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণানয়ের অন্তর্ভূক্ত সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে।
আমরা মহান আল্লাহর কাছে মরহুমা ফাতেমা বেগম ও অন্যান্য মা-দের পারলৌকিক ও জাগতিক কল্যান কমনা করছি।
কী উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে এই সংস্থা
বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ। মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে অনেকটাই। আমাদের চারপাশে ধনাঢ্য ব্যক্তি যেমন আছেন, দুঃস্থ অসহায় ব্যক্তিও অনেকেই আছেন। আমরা মনে করি বর্তমান আর্ত-সামজিক অবস্থায় দেশীয় ধনাঢ্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের মতো মানুষের মৌলিক প্রয়োজনগুলো মেটানো সম্ভব। এর জন্যে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং আস্থাশীল সংগঠন। মানুষের মধ্যে একটা আস্থার জায়গা সৃষ্টি করে এই সংস্থা তার সামর্থ্যরে সবটুকু ঢেলে এই কাজটি করে যেতে চায়। ইতোমধ্যে সমাজের অনেক জ্ঞানী গুণী বিদ্বান ও বিশষ্টি ব্যক্তিবর্গ এই সংস্থার উপর আস্থা রেখে তাঁদের সুচিন্তিত পরামর্শ ও উপদেশ দিয়ে সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে ভ‚মিকা রাখছেন।
সংস্থার কর্ম এলাকা
সমগ্র ময়মনসিংহ জেলার প্রতিটি থানার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে এই সংস্থা কর্মকান্ড চালিয়ে নিতে পারার জন্যে সরকারী অনুমতিপ্রাপ্ত। কিন্তু সমগ্র জেলায় কর্মকান্ড চালানোর মতো সামর্থ এই সংস্থা এখনো অর্জন করে ওঠতে পারেনি। তবে সামর্থ অর্জন সাপেক্ষে এই সংস্থা সমগ্র জেলাতেই কর্মকান্ড চালানোর জন্যে অঙ্গীকারবদ্ধ। শুধু তাই না, আমাদের স্বপ্নের সীমনার পরিধি আরো দীর্ঘ।
সংস্থার কর্মসূচী
দুঃস্থ ও অসহায় মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানÑ জীবনের এই পাঁচটি মৌলিক অধিকার অর্জনের জন্যে যে যে কর্মসূচী গ্রহণ করা প্রয়োজন, তার প্রায় সবগুলো কর্মসূচীই সংস্থার গঠনতন্ত্রে স্থান করে নিয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে সংস্থা নি¤œলিখিত
কর্মসূচীগুলো বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে।
* হতদরিদ্র এতিম অক্ষম শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মাসিক আর্থিক সহযোগিতা প্রদান।
* পেশাগত ভিক্ষুক নন এমন বয়োবৃদ্ধ অক্ষম ব্যধিগ্রস্থ ব্যক্তিদের জীবন ধারণের প্রয়োজনে মাসিক অর্থিক সহযোগিতা প্রদান।
* হতদরদ্রি মানুষের চিকিৎসা সেবার উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়নে বিনা মূল্যে ওষুধ প্রদানসহ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করা।