দীর্ঘ মেয়াদী পরিকল্পনা

মহান আল্লাহর অশেষ রহমতে ,দেশি/বিদেশী দাতাদের সন্তুষ্টির মাধ্যমে সংস্থা অচিরেই সমগ্র বাংলাদেশে তার কর্ম এলাকা বৃদ্ধি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এও বিশ্বাস করি , মহান আল্লাহ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে যদি কবুল করে নেন, তাহলে আমাদের সদিচ্ছাজাত পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের যোগান আসবে ইনশাল্লাহ। সেইসময়টাতে সময়পোযোগি কর্মসূচি প্রণয়ন করা হবে। তবে কিছু কিছু পরিকল্পনা এখনই আমাদের আছে। যেমন-

১. দুস্থ/ অসহায়দের জন্যে বয়স্ক পূনর্বাসন কেন্দ্র স্থাপন ।

২. সাধারণ শিক্ষার আওতায় এতিম/অসহায়দের জন্যে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প ।

৩. কারিগরী ও ধর্মীয় শিক্ষার আওতায় এতিমখানা নির্মান।

৪. গরীব/অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে হাসপাতাল নির্মাণ।

৫. গরীব/ অসহায় রোগি পরিবহনের জন্যে বিনামূল্যে/স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সার্ভিস প্রণয়ন।

৬. অংশগ্রহণের ভিত্তিতে ব্যবসায়িক প্রকল্প গ্রহণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান ও সংস্থার অর্থ সমাগমের ব্যবস্থা।

৭. পথশিশু / মুসাফিরদের জন্যে বিভিন্ন পরিকল্পনা।

৮. সময়ের প্রয়োজনে সবার সাথে পরামর্শ করে সময়োপযোগি পরিকল্পনা প্রণয়ন।