মায়ের মমতা কল্যাণ সংস্থা’র নতুন ৩টি ইউনিটের উদ্ভোধন

মায়ের মমতা কল্যাণ সংস্থা’ দুস্থদের সহায়তায় ময়মনসিংহের গৌরীপুর ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী, ভোলার আলগি,খেলার আলগী-ভাটিপাড়া নতুন ১২ ১৩ ও ১৪ নং ইউনিটের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় নাপ্তের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় সংস্থার উপদেষ্ঠা হারুন অর রশিদের সভাপতিত্বে নাপ্তের অালগি ইউনিটের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংনামারী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সংস্থার উপদেষ্ঠা নেজামুল হক সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ঠ নাঠকার ও কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক। প্রধান অতিথি চেয়ারম্যান নেজামুল হক সরকার সংস্থার নতুন ৩টি ইউনিটের আনুষ্টানিক ভাবে উদ্ভোধন ঘোষনা করে সদস্যদের মাঝে মাসিক সহযোগিতার টাকা বিতরন করেন। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মায়ের মমতা কল্যাণ সংস্থার সদস্য ইয়াসিন সরকার,আব্দুল মালেক মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক, প্রতিষ্ঠাতা সসদস্য কোহিনুর ননাহার লিপি, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, নাওভাংগা নাম্পতের আলগী ইউনিটের উপদেষ্ঠা ক্বারি হাবিবুর রহমান। ভোলার আলগী ইউনিটের সদস্য হারুন অর রশিদ মাস্টার, এসেড কারিগরি ও বানিজ্যিক কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, সহ উপকারভুগি দুস্থ পুরুষ ও মহিলারা। আলোচনা সভা শেষে সংস্থার উত্তর সমবৃদ্ধি কামনা করে সকল সদস্য ও সংস্থার সাহায্যকারী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দুস্থদের মাঝে আর্থীক সহযোগিতার অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য যযে, মায়ের মমতা কল্যাণ সংস্থাটি আত্ন সামাজিক সেবামূলক একটি সংগঠন। সংঘঠনটি দীর্ষদিন যাবত দুস্থ অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ডোনেশন এর জন্য

ব্যাংক নামঃ অগ্রণী ব্যাংক লিমিটেড

একাউন্ট নামঃ মায়ের মমতা কল্যাণ সংস্থা

একাউন্ট নম্বরঃ ০২০০০১০৪৪৬৪১০

শাখাঃ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ

বিকাশ নম্বরঃ ০১৭১৮৮২০৯৬২ (পার্সোনাল)

নগদ নম্বরঃ ০১৭১৮৮২০৯৬২ (পার্সোনাল)

চলমান প্রকল্পসমূহ

এতিম ও আর্থিকভাবে অক্ষমদের জন্য মাসিক শিক্ষাভাতা (৬ষ্ঠ থেকে দ্বাদশ)

বৃদ্ধ ও দুস্থদের জন্য মাসিক দুস্থ ভাতা

চিকিৎসা সহায়তা

স্বাস্থ্য, চিকিৎসা, পরিবার পরিকল্পনা বিষয়ক গণসচেতনতামূলক কার্যক্রম

যোগাযোগ

অফিসঃ বারুয়ামারী, গৌরীপুর, ময়মনসিংহ।

মোবাইলঃ ০১৭০০০০০০০০০০

ইমেইলঃ contact@mayermomota.org

নিবন্ধন নং - ম ০২০৫১